ব্লগের URL পিং করুন সার্চ ইঞ্জিন ও ব্লগ ডাইরেক্টরীগুলোতে দ্রুত ইন্ডেক্সিং এর জন্য
যাক এবার কাজের কথায় আসি। আমাদের সবারই কোন না কোন ব্লগ আছে, নতুন ব্লগারদের একটি সমস্যা তাহলো ব্লগের পোস্ট গুলোকে কিভাবে দ্রুত সার্চ ইঞ্জিন এ ইন্ডেক্স করা যায়। আপনারা জানেন যে যত দ্রুত পোস্ট গুলো সার্চ ইঞ্জিন গুলোতে ইনডেক্স হবে তত তাড়াতাড়িই আপনি আপনার পোষ্টের কিওয়ার্ড অনুযায়ী সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পেতে থাকবেন। আপনার ব্লগ যদি ঠিক মত ইনডেক্সই না হয় তাহলে ভিজিটর পাবেন কোথা থেকে ??? আর তাই ইনডেক্স হওয়াটা একটা বড় ফ্যাক্টর।
ব্লগ ইনডেক্স করা নিয়ে আর চিন্তা নাই, আমি কিছু সাইট শেয়ার করছি যেই সাইটগুলি আপনার ব্লগকে ইনডেক্স করতে খুব সহায়তা করবে। এখানে গিয়ে আপনাদের ব্লগের url মানে সাইট এড্রেস দিয়ে সাবমিট করুন। অনেক ক্ষেত্রে আপনাকে সাইটের url এর সাথে সাথে আপনার সাইটের ফিড এড্রেস টা ও দিতে হতে পারে।
আর এগুলার ব্যবহার সম্পর্কে আশা করি কিছুই বলা লাগবেনা আপনি সাইট গুলাতে ভিজিট করলেইন বুঝতে পারবেন। আশাকরি যারা আমার মত নতুন ব্লগার তাদের কাজে লাগবে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আর কোন ভুল হলে ক্ষমা সুন্দর দিষ্টিতে দেখবেন।
বন্ধুরা কমেন্ট করতে ভুলবেননা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please comment this post
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷