স্ক্রীনশর্ট নেয়ার সেরা সফটওয়্যার Winsnap 4.0.5 (লেটেস্ট ভার্সন)
যাদের প্রতিনিয়ত বিভিন্ন কাজের জন্য কম্পিউটারের পর্দা থেকে স্কীন শর্ট নেওয়ার প্রয়োজন হয় তাদের জন্য সেরা একটি সফটওয়্যার Winsnap.ইতোপূর্বে যারা ব্যবহার করেছেন তারা জানেন এই সফটওয়্যার টি কত কাজের। নতুন এই ভার্সন এ নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে। তাছাড়া এডিটিং এর সুবিধাও রয়েছে এই ভার্সনে।
নতুন ভার্সনে Tools অপশন টি যোগ করা হয়েছে।
আমার প্রদত্ত ফাইলটি এক সাথে সফটওয়্যার ও প্যাচ দেয়া আছে। প্রথমে সফটওয়্যার টি ইন্সটল করুন। তার পর প্যাচ করুন। প্যাচ করা শেষ হলে সফটওয়্যার টি ওপেন করুন। লাইসেন্স কী চাইবে। এবার আপনার নাম লিখুন নামের ঘরে, সিরিয়াল নাম্বারের ঘরে আপনার যে কোন নাম্বার যেমন 12345-12345-12345-12345 বা আপনার ইচ্ছা মত নাম্বার দিয়ে ওকে করুন। ব্যাস হয়ে গেলো ফুল ভার্সন। এবার ইচ্ছে মত স্কীন শর্ট নিন। আর উপভোগ করুন ফুল ভার্সনের মজা।
এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করুন
ফাইল সাইজঃ মাত্র ৮ মেগাবাইট
কেমন লাগল কমেন্ট করে জানাবেন। সবার মঙ্গল কামনা করে আজ বিদায় নিচ্ছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please comment this post
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷